আমাদের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য
সকলের জন্য আধুনিক শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। যুব সমাজকে মাদকমুক্ত করা ও বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। ভোলা-বরিশাল সেতু, রাস্তাঘাট, ব্রীজ ও সংশ্লিষ্ট এলাকার তত্ত্বাবধানে অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজের মান নিশ্চিতকরণ। দ্বীপ জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা। রাষ্ট্রীয় সকল বরাদ্দের সুসম/ যথাযথ বণ্টন নিশ্চিত করা। নদী ভাঙ্গন রোধে স্থায়ীভাবে টেকসই ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ। সন্ত্রাস, চাঁদাবাজি, হাট-বাজার ও ঘাট ইজারায় দুর্নীতি নির্মূলসহ সকল অপরাধরোধে সহায়তা এবং প্রশাসনিক সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। জেলেদের দাদন মুক্ত করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান নিশ্চিত করা (সরকারিভাবে বরাদ্দকৃত অর্থের পরিমান ও ব্যয় জনসম্মুখে প্রকাশ করা হবে) অসহায় মানুষদের উপর জুলুম, হয়রানি, ভয়-ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা ও হামলার বিরুদ্ধে ন্যায্য প্রতিরোধ গড়ে তোলা। বয়স্কভাতা, বিধবা ভাতা ও দুঃস্থ ভাতার কার্ড প্রদানের ক্ষেত্রে সকল প্রকার অনিয়ম ও ঘুষ গ্রহণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। ভূমি অফিসের সেবা নিশ্চতকরণ এবং সরকারি ফি ব্যতিত খাজনা ও খারিজে ঘুষ ও হয়রানি বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষে হাট-বাজার ব্যবস্থাপনায় আধুনিকায়ন। সম্প্রীতিমূলক উপজেলা গঠন। যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও অন্যান্য জাতির ধর্মীয় সহাবস্থান ও স্ব স্ব ধর্মীয় আচার অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করণ। কর্মসংস্থানের লক্ষ্যে যুবকদের প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি হিসেবে দেশ ও বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ। সমাজের সর্বস্তরে নারীদের প্রতি বৈষম্য, হয়রানি ও জুলুম নিপীড়ন বন্ধ করা। গ্যাস উত্তোলনের কার্যকর উদ্যোগ গ্রহণ ও শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বোরহানউদ্দিন ও দৌলতখানে স্থায়ীভাবে সুস্থ্য বিনোদন কেন্দ্র নির্মাণ। মুক্তিযোদ্ধা ও জাতির অধিকার আদায়ের আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুদের বিশেষ সুবিধা নিশ্চিতকরণ।
স্বাধীনতার ৫৪ বছরে জন-প্রতিনিধিদের দ্বারা বার বার প্রতারিত হয়েছেন বোরহানউদ্দিন ও দৌলতখানের সহজ-সরল জনগণ। নীতি-নৈতিকতাহীন ও স্বার্থপর নেতৃত্বের ফলে ক্রমবর্ধমান দূর্নীতি ও স্বজনপ্রীতির নির্মম থাবায় জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুশাসনের অভাবে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, অবকাঠামো, অবন সামাজিক উন্নতি ও সমৃদ্ধির পথে কাঙ্ক্ষিত উন্নয়ন বার বার বাধাগ্রস্ত হয়েছে। আসুন আমরা সকলে মিলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি ও দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক বোরহানউদ্দিন ও দৌলতখান বিনির্মাণে সুন্দর আগামীর পথে এক সাথে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে সর্বদা তাঁর রহমতের চাদরে আবৃত রাখুন।
"নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন।"
- সূরা আন-নাহল, আয়াত ৯০