প্রার্থী

মুফতী ইমাম মোঃ রেযাউল কারীম বোরহানী

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভোলা - ২ আসন নং ১১৫ (বোরহান উদ্দিন ও দৌলতখান)

জীবনী

পরিচিতি:
মুফতি মাওলানা মুহাম্মাদ রেযাউল কারীম ১৯৯০ সালে বোরহানউদ্দিন উপজেলাধীন কুতুবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে ইদারার মূলকেন্দ্র মাদ্রাসার বাসভবনে জন্ম গ্রহণ করেন। তার পিতা আল্লামা নূরুল হক (রহ.) বোরহানউদ্দিন কামিল মাদরাসার সাবেক হেড মুহাদ্দিস ছিলেন। মাতা একজন কুরআনের খাদিমাহ ও বিদুষী মহিলা। তার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ, আলিমেদ্বীন ইয়াসিন মুন্সি, মেঝ চাচা আল্লামা রুহুল কিসত (রহ.) তাবলীগে জামাতের আমির। ছোট চাচা আল্লামা শামছুদ্দিন (রহ.) সিনিয়র মুদাররিস বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা। নানা মৌলভী খলীলুর রহমান (রহ.)।

পারিবারিক পরিচিতি:
পাঁচ ভাই ও দুই বোন। মুফতী ইমাম মো. রেযাউল কারীম বুরহানী ভাইদের মধ্যে বড়ো। তাঁর দ্বিতীয় ভাই মাওলানা মোবারকুল কারীম আল বারাকাতী হাজিপুর কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার আরবি প্রভাষক। তৃতীয় ভাই মাওলানা ইব্রাহিম খলিল বোরহান উদ্দিন মডেল মসজিদের খেদমতে আছেন। চতুর্থ ভাই মুফতি এনায়েতুল কারীম বুরহানী ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর ইসলামিক স্টাডিজ ইংলিশ ভার্সনে প্রভাষক হিসেবে কর্মরত। পঞ্চম ভাই মুফতি নূরুল কারিম বুরহানী ইদারার মূলকেন্দ্র মাদ্রাসার সিনিয়র মৌলভী হিসেবে কর্মরত। বড় ভগ্নিপতি মাওলানা মাকসুদুর রহমান মির্জাকালু হাইস্কুলের ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন এবং ছোট ভগ্নিপতি মাওলানা নিজাম উদ্দিন ভোলা সদর চরনোয়াবাদ আলিম মাদ্রাসায় সিনিয়র মৌলভী হিসেবে দায়িত্বে আছেন। তিনি ২০১২ সালে ভৈরবগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মফিজুল ইসলাম (সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস, ভোলা) এর বড়ো কন্যাকে বিবাহ করেন। এ দম্পতির ঘরে তাঁদের দুইজন পুত্র সন্তান ও দুইজন কন্যা সন্তান আছে।

শিক্ষাগত যোগ্যতা

বাবা - মা ও বড়ো বোনের হাতেই তার শিক্ষাজীবনের হাতেখড়ি। দাখিল, আলিম ও ফাযিল (ফার্স্ট ক্লাস) কামিল- হাদীস, ফিকহ, তাফসীর ও আদব (ফার্স্ট ক্লাস)।
অনার্স, মাস্টার্স (ফার্স্ট ক্লাস) ইসলামিক স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ডিপ্লোমা ইন লাইব্রেরিয়ান এন্ড ইনফরমেশন সায়েন্স (ফার্স্ট ক্লাস), দারুল ইহসান ইউনিভার্সিটি, ঢাকা।
আধুনিক ভাষা ইনা ইনস্টিটিউট- সিনিয়র এ্যারাবিক কোর্স, ডিপ্লোমা এ্যারাবিক কোর্স, এ্যারাবিক হায়ার ডিপ্লোমা কোর্স (ফার্স্ট ক্লাস), ঢাকা বিশ্ববিদ্যালয়।
এমফিল গবেষক (বর্তমান) ইসলামিক স্টাডিজ বিভাগ।

রাজনৈতিক কর্মজীবন

ছাত্র জীবনেই ২০০৮ সাল থেকে বোরহানউদ্দিন উপজেলা শাখার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন যা ২০১২ পর্যন্ত বিস্তৃত এবং ২০১৩-২০১৪ মূল আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন ২০০৪ থেকেই মসজিদের ইমামতির সাথে জড়িত ছিলেন। ২০০৯ সালে বোরহানউদ্দিন কুয়েত মাদ্রাসায় কিতাব বিভাগের উস্তাদ হিসেবে যোগদান করেন। ২০১০ সালে মানিকারহাট বাজার মসজিদে ইমাম ও খতিব পদে যোগদান করেন। ২০১১ সালে বোরহানউদ্দিন দারুস সুন্নাত মডেল মাদ্রাসায় সিনিয়র এ্যারাবিক শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৪ সালে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধীনে কিংস কলেজ, উত্তরা শাখায় আল কোরআন এন্ড মোরাল এডুকেশন এ প্রভাষক হিসেবে যোগদান করেন এবং একই সময়ে সেনপাড়া জামে মসজিদ মিরপুর-১০ এ ইমাম ও খতিব পদে যোগদান করেন। ২০১৭ সালে বাইতুল কুদ্দুস জামে মসজিদে খতিব পদে যোগদান করেন, একই সাথে মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট কামিল মাদরাসায় আরবি প্রভাষক হিসেবে যোগদান করেন এবং একই প্রতিষ্ঠানে আরবি বিভাগের অধ্যাপক পদে অনার্স কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দায়িত্ব পালন করছেন। ২০২৩ এর ১৫ সেপ্টেম্বর দৌলতখান উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশ ইমাম পদে যোগদান করেন। সাথে সাথে তিনি ইদারায়ে ইছলাহে ক্বিরাআত স্কীমের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক কর্মকাণ্ড ও অবদান

কুরআনিক শিক্ষাক্ষেত্রে অনগ্রসর ভোলা বাসীর কল্যাণে ফ্রি ফোরকানিয়াহ ফাউন্ডেশন প্রনয়ন করেন।
তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে প্রাকৃতিক দুর্যোগসহ নানাবিধ বিপদ-আপদে সর্বসাধারণের পাশে দাড়িয়েছেন। তিনি নিজে একজন গোল্ডেন ব্লাড ডোনার এবং সামাজিক ও মানবতার কল্যাণে। তিনি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে থাকেন। প্রতিষ্ঠাতা আহ্বায়ক, স্বপ্ন সারথি ফাউন্ডেশন, বাংলাদেশ।